1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

বৌভাতের খাবার খেয়ে অসুস্থ শতাধিক

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচংয়ে বৌভাতের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন।  উপজেলা সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব।

 

অসুস্থদের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল এলাকায় লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্রে বৌভাতের আয়োজন ছিল। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু-মুসলমানসহ ৫ শতাধিক। দুপুরে খাবার খেয়ে তাদের মধ্যে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। ওইদিন বিকাল থেকে তাদেরকে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে আবার জ্ঞান হারিয়ে ফেলেছেন।

 

অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন, দুপুরে বৌভাত খেয়ে বাসায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তারা। অতিরিক্ত বমি, পেটে ব্যথা ও মাথা ব্যথা করলে হাসপাতালে গিয়ে ভর্তি হন তারা।

অসুস্থ জুয়েল জানান, তার ভাইসহ বাড়ির ৬ থেকে ৭ জন ওই বৌভাতের খাবার খেয়ে অসুস্থ হলে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এখনো কেউ পুরোপুরি সুস্থ নন।

 

বিয়ে বাড়ির তিতাস সরকার বলেন, বৌভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে। সম্ভবত অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে অসুস্থ হয়েছে লোকজন।

 

বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব বলেন, বৌভাত অনুষ্ঠানের খাবারে বিষক্রিয়া ছিল কিনা তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এ পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট