1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

তরুণ গায়কের সঙ্গে পরীমণির প্রেম গুঞ্জন সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম : শ্যামন্তী

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে নতুন প্রেমের চর্চায় জড়িয়ে যান পরী। যেখানে অনুরাগীরা পরীর সেই ভালোবাসার মানুষটিকে তরুণ গায়ক শেখ সাদীকে অনুমান করছেন।

এদিকে শোবিজাঙ্গনে পরীমণি ও সাদীর প্রেমের গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই। বিষয়টি নিয়ে যেন আরও আলোচনা বাড়ল সম্প্রতি পরীর একটি ছবি থেকে; যেখানে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় পরীকে।

 

সামাজিক মাধ্যমে এ নিয়ে যখন বিস্তর চর্চা, তখনই বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা গেল পর্দার পরিচিত মুখ ও মডেল শ্যামন্তী সৌমীকে। এই অভিনেত্রী আবার শেখ সাদীর বেশ ঘনিষ্ঠও! তাই তো সাদী ও পরীর সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন শ্যামন্তী।

শ্যামন্তী আদতে পরীমণির সঙ্গে সাদীর এই রসায়নকে প্রেম গুঞ্জন বলেই মনে করছেন। তবে সেটি গুঞ্জন হতো না; যদি সাদী অভিনেত্রী শ্যামন্তীকে কিছু বলতেন এ নিয়ে। তাই অনিশ্চিত হয়ে তেমন কিছু বললেন না শ্যামন্তী।

এরপরও অভিনেত্রী বলেন, ‘শেখ সাদী আর পরীমণির প্রেম চলছে, এ গুঞ্জন আমিও শুনেছি। যদি সাদীর মুখ থেকে শুনতে পারতাম, যে সে ডেট করছে, তাহলে একটা কথা ছিল। আমি যেহেতু শুনিনি, তাই আমি বলতে চাচ্ছি না।’

প্রসঙ্গত, সম্প্রতি একটি ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরীমণি। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আর সেই ছবিতেই ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। সেখানে কেবল ওই মানুষটার হাতটাই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি।

 

অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাওয়া যায়। সে থেকেই ভক্তমহলে চর্চা সাদী-পরীমণির প্রেম চর্চা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট