1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

গভীর রাতে হাসপাতালে ভর্তি ভারতের ভাইস প্রেসিডেন্ট

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। অস্বস্তি এবং বুকে ব্যথা নিয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি।

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।  খবর এনডিটিভির।

 

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, অস্বস্তি এবং বুকে ব্যথার কথা জানানোর পর ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়কে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

৭৩ বছর বযসি ধনখড়কে এইমস-এর কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. রাজীব নারাংয়ের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

তিনি স্থিতিশীল এবং পর্যবেক্ষণে আছেন বলে একটি সূত্র জানিয়েছে। এছাড়া চিকিৎসকদের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

 

এদিকে ধনখড়ের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে এইমস পরিদর্শন করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট