1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। পরে রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্রী শ্যামল (৬৬) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে শ্রী রতন সরকার (৫৮)।

 

বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের সুন্দরপুর ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে দুই বাংলাদেশিকে আটক করে। পরে তাদের ফেরত পাঠানোর জন্য আহ্বান করে। তাদের আহ্বানে সাড়া পতাকা বৈঠকে বসে বিজিবি। বৈঠকে আটককৃতের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট