1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হামলায় মারা গেছে ওই ছোট ভাই।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বটতলী ইউনিয়নের কমল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

মৃত সালামত আলী (৫০) ওই বাড়ির স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে।

 

সালামতের ছেলে আব্দুর রহমান জানান, টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনে বিষয়ে চাচার সঙ্গে তাদের ঝগড়া হয়। পরে সিদ্ধান্ত হয়, সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপন করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সালামত আলী পাইপ স্থাপন করতে গেলে ভাই মোহাম্মদ আলী (৬০), তার স্ত্রী সাজিয়া বেগম (৪৫), ছেলে এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) তার ওপর হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন ওই বৃদ্ধ। তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালামত আলীর  মৃত্যু হয়।

 

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। সাজিয়া বেগম নামে এক নারীকে আটক করা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট