1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

মিশিগানে চার্চ পরিণত হলো মসজিদে

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আমেরিকার মিশিগানের পুরোনো একটি গির্জা কিনে রূপ দেওয়া হয়েছে মসজিদের। ওয়ারেন শহরের এই মসজিদটির নাম, দারুল কোরআন। সেখানে এখন একসঙ্গে তিন হাজার মানুষ নামাজ পড়তে পারেন। এর মাধ্যমে দীর্ঘ দিনের আশা পূরণ হয়েছে ওই অঞ্চলের মানুষের।

স্থানীয় বাসিন্দারা জানান, মিশিগান স্টেইটের ওয়ারেন শহরের গ্রেট মিলার গির্জায় একসময় প্রার্থনা করতেন খ্রিষ্ট ধর্মের বিশ্বাসীরা। তখন এখানে বাইবেল শিক্ষা দেওয়া হতো। হতো প্রভু ভোজও। সেই জায়গায় এখন মসজিদ স্থাপন করে নামাজ কালাম পড়ার পাশাপাশি চর্চা হচ্ছে ইসলামিক সংস্কৃতির।

dhakapost

এই মসজিদের ইমাম সাইয়েদ আহমেদ জানান, ৫ বছর আগে ওয়ারেন শহরের নাইন মাইলে প্রতিষ্ঠা করা হয় মসজিদ দারুল কোরআন। দ্রুত কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে মুসল্লির সংখ্যা। মসজিদটির জায়গা সীমিত হওয়ায় বিপাকে ছিলেন তারা। তাই পাশের পরিত্যক্ত গির্জাটি কিনে নেন। এদিকে বড় মসজিদ পেয়ে দারুণ খুশি স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

দারুল কোরআন মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট মাহফুজ চৌধুরী জানান, মসজিদের আয়তন ৫২ হাজার স্কয়ার ফুট। এর মধ্যে নামাজের জায়গা ১৩ হাজার স্কয়ার ফুটের বেশি। মসজিদটিতে একসঙ্গে ৩ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। গাড়ি পার্কিং এর ঝামেলা নেই। আছে নারীদের পৃথক নামাজ পড়ার জায়গা। পাশাপাশি শিশু-কিশোদের জন্য আছে, আরবি পড়ার ব্যবস্থা।

dhakapost

গত শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু হয় মসজিদটির। এটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে, দানের হাত বাড়িয়ে পাশে থাকার আবেদন জানান মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট সাইদুল খান ও খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট