1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

রায়পুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবক কারাগারে

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরের মধ্যবাজার এলাকায় মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারো পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ওই যুবককে উপজেলার চরমোহনা গ্রাম থেকে আটক করা হয়।

কারাগারে যাওয়া যুবকের নাম জাকির হোসেন। তিনি চরমোহনা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দিনমজুর মনির আহাম্মদের ছেলে। জাকিরের পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী।

গত বৃহস্পতিবার রায়পুর পৌর শহরের মুড়িহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে এক যুবক। ওই মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ বাঁধা এক যুবক এ ঘটনা ঘটায়৷

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত জাকিরকে আটক করা হয়। শনিবার সকালে জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কি উদ্দেশে তিনি প্রতিমাগুলো ভেঙেছে তা তদন্ত করছে।’

এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় শনিবার রায়পুর থানার সামনের মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট