1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

রাস্তা ভুলে আটকে গেল চোরের দল, পিকআপভ্যান পোড়াল এলাকাবাসী

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শুরুটা ভালোই ছিল। তবে রাস্তা ভুলে নোয়াখালীর কবিরহাটে গরু চুরি করে পালানোর সময় আটকে যায় একটি চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরাই দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপভ্যান রেখে পালিয়ে যায়।

 

রোববার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় ভুলে ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া তাদের দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেন। তাদের পিকআপভ্যান ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরবর্তীতে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই রাস্তায় ফিরে আসে। ধনু মিয়া আবার গাড়ি ফিরে আসতে দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটকানোর চেষ্টা করেন। তারা না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন পেছন থেকে এলাকাবাসী তাদের পালটা ধাওয়া করেন।

 

একপর্যায়ে স্থানীয় রামেশ্বরপুর থেকে অমরপুরে মাটি নিয়ে আসার সময় আবু তাহেরের বাড়ির সামনে অন্য একটি ট্রাক্টরের মুখোমুখি আটকা পড়ে চোরের পিকআপভ্যান। তখন ওভারটেক করতে না পারায় চোরের দল গাড়ি থেকে নেমে চাপাতি দিয়ে মাটির গাড়ির চালক রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চুরির কাজে ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয়। একই সঙ্গে চোরাই দুটি গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, গরু দুটি নামিয়ে পিকআপভ্যান পুড়িয়ে দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুটি গরু ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট