1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

রানীশংকৈলে অতিরিক্ত বাসভাড়া আদায়ে মোবাইল কো,র্ট, জ,রিমা,না ৬ হাজার টাকা।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

রাণীশংকৈল ও নেকমরদ বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভি,যো,গের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুন) রাতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল মাজলুবিন রহমান সেনাবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভি,যানে শ্যামলী ও রাহবার পরিবহনকে ৬০০০ টাকা জরি,মা,না করা হয়। সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এই অভি,যা,নে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

সেই সাথে শুধু রাহবার পরিবহনই নয় আরো অন্যান্য নামি বেনামী যত পরিবহন আছে সকল ব্যানারের কাউন্টার গুলোতে গিয়ে মেহেরবানী করে অভিযান চালানো হোক

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট